হারিয়ে যাবো দূর অজান্তে,
তোমাদের চোখের খুব আড়ালে।
আমাকে আর চাইলেও পাবেনা,
তোমাদের কোনো অকালে।

হারিয়ে যাবো আমি সেথায়,
যেথায় ছুঁতে পারবে না অবহেলা।
এরপর তোমরা হবে সুখী,
আমাকে ছাড়া কেটে যাবে সব বেলা।

হারাবো গভীর আঁধারের ভিড়ে,
ঘুটঘুটে অন্ধকারের কাল কুঠুরিতে।
খুঁজলেও পাবে না তোমরা,
দেখলেও পাবেনা ছুঁতে।

আমি হারাবো সে পথে,
যেথায় নেই তোমাদের চলাচল,
ধূ-ধূ নির্জন নিস্তব্ধতা,
যেথা শূন্যতা উৎপাদনের কল।

হারিয়ে যাবো সে সময়ে,
যখন আমি বিরক্তকর প্রলাপ।
আমি হীন চলে যাবে ঘড়ি,
তবে থাকবে কিছু স্মৃতির ছাপ।

হারাবো মানবীয় জঞ্জালে,
কোলাহলের কোলে নিঃস্বর।
তখন পাবে আপন সুর,
আমি তো ছিলাম পর।