ওহে প্রিয় এত কিসের বিষন্নতা?
হৃদয়ে মন খারাপের মেঘের আনাগোনা!
আমি তো আছি প্রিয় তোমার কাছেই,
ছেড়ে কভুও যাবো না।
কিসের এত ভয় তোমার?
কি ভেবে মনে জমে জল্পনা,
মনে পরলে একটু ডেকো,
হৃদয়ে রাঙ্গাবো আল্পনা।
দেখো তোমাকে নিয়ে ছন্দ বুনি,
আমিও করি তোমায় স্বরণ।
পাশে আছি চিরন্তর,
যদি না আসে মরন।
তবে মনে রেখোনা শংকা,
তুমি আমার হৃদয়ের ঐসী।
তবে নয় আর বিষন্ন গান,
আঁধার সরিয়ে ফুটাও হাসি।
তুবুও যদি হয় বিষন্ন মন,
আমার কবিতায় খোঁজো তোমার ছবি।
তুমি হও আমার অনুভূতির কবিতা,
আর আমি তোমার মুগ্ধ কবি।