আমি দেখি দাঁড়িয়ে মেঘেদের উরাউরি,
গোধূলির লাল আভায় লাল নীল ঘুরি।
সাদা মেঘের ফাঁকে সোনালী আলোর ঝলকানি,
আমি আমার মনে বিষন্ন আবেগ ডেকে আনি।
দখিনা বাতাসের সাথে গাছ পাতাদের সুরো গান,
আমার হৃদয় জুড়ে ভোরে উঠে অহেতুক অভিমান।
আকাশ বেয়ে নিরে ফিরে সারি বক পাখি,
মনে চায় ক্যানভাসে, তাদের ধরে আঁকি।
ঠান্ডা শীতল হাওয়ারা, দেহে এসে লাগে,
এলোপাতাড়ি মস্তিষ্কে হরেক স্মৃতি জাগে।
সূর্য যেনে আঁধার ঘরে চুপটি যাচ্ছে নিন্দ্রা,
বা আকাশে উকি দিচ্ছে, অবাক আলোর চন্দ্রা।
গোধূলি সন্ধ্যার আভাসে কীসের এত মায়া,
স্রষ্টা বুঝি যত্ন করে এঁকেছেন গোধূলির কায়া।
এই অবেলায় মনে ভাসে কত কাব্য কথা,
তবে ভীষণ একা এসময়, নেইকো মোর শ্রোতা।
চমৎকার, বিষন্ন এ বেলায় কারে চাইছি পাশে,
উষ্কখুষ্ক মনে আজ কত কল্পনা ভাসে।
ক্লান্ত সূর্য যেনো অস্ত গেলো মাটির বুক চিরে,
অনেক হয়েছে গোধূলির গান, এবার ফেরা যাক নীরে।