হে পাখি, তোমাকে খোঁজে আখি,
কই তুমি আসো না কেন এ আকাশে,
তোমায় হন্নে হয়ে খুঁজি কত মেঘে,
আসো উরে আমার পানে কোন এক অবকাশে।
ওহে কবিতা, শুনতে কী পারো আর্তনাদ,
তোমাকে লিখতে কবি করে বৃথা চেষ্টা,
আর কত ঝড়াবে আঁখির কালি,
এবার আসো কবিতা, ভরে উঠুক পৃষ্ঠা।
কই হে বৃষ্টি, ঝড়ো না কেন আজ,
বহু দিনের তৃষ্ণার্ত এ দেহ,
কালো মেঘের আল্পনা একো ,
তৎপর এসে দিও তোমার স্নেহ।
কই হে ফুল, ফোটোনা কেন,
ভ্রমর বসে তোমার সুধার আকাঙ্খায়,
নিশির আঁধারে ফুটিও তুমি,
রেখো না আর এ ভ্রমরকে অপেক্ষায়।
প্রিয় কল্পনা, হৃদয়ের আল্পনা,
তোমায় ভেবে বিভর এ কাব্যিক,
তুমি হও রুপান্তর বাস্তবতায়,
তোমাকে চাইছে এ বাস্তবিক।
এসো এসো আমার একা রাতে,
ঘুম হয়ে নির্ঘুম চোখে,
ক্লান্ত মস্তিষ্কে আরাম হয়ে এসো,
এসো হাসি হয়ে বিষন্ন এ মুখে।