আজকে হাওয়া বদলে গেছে,
এসেছে যে রমজান।
বেহেস্তের দুয়ার খুলেছে,
বাতাসে খুশির ঘ্রাণ।
আহা কি আমেজ চারিদিকে,
মসজিদে মোয়াজ্জিনের ডাক।
কত স্মৃতিতে থাকবে তোলা,
ইফতার, সেহেরির এ রাত।
ইবাদতের ফসল ফলিবে,
নামাজ কালাম রোজা।
রোজাদার দের কলব পবিত্র হইবে,
কমবে পাপের বোঝা।
৩০ দিনের ইবাদতে ডুবিয়া,
ইমান করিলে সংস্কার।
বিচারের দিনে পাবে তারা,
আল্লাহর হাতের পুরস্কার।
শয়তানের সঙ্গ ত্যাগ করিয়া,
চলো ইমান করি মোরা শক্ত।
রহমতের এ দিনগুলোতে,
আল্লাহর ইবাদতে হই মত্ত।