এক বৃষ্টি সকালে দাঁড়িয়ে,
তুমি করছিলে বাসের অপেক্ষা।
আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম তোমার হাসি,
আর হাতে ছিলো ধোঁয়া ওটা চা।

চায়ের কাপে চুমুক এঁকে,
দেখেছিলাম তোমায়।
তোমার দু নয়ন ছিলো মায়া দিঘি,
আর আমি ডুবেছিলাম তার মায়ায়।

অলস আমি তোমার তরে,
উঠতাম রোজ ভোরে।
তোমায় দেখলে হতো নিশ্চুপ সব,
শুধু শুনতাম তোমার হাসি, এই শহুরে শোরে।

যখন দেখতাম মুগ্ধ দৃষ্টিতে,
তোমার মায়াবী মুখ।
সময় হইতো স্থির যেন,
এক পলকেই একসহস্র যুগ।

সময় গড়িয়ে আমি দাঁড়িয়ে আজো সেই রাস্তায়,
আমার হাতে আজো এক কাপ চা।
তবে নেই আজ তুমি দাঁড়িয়ে ওই দূরে,
ফুরিয়েছে আজ সে অপেক্ষা।

আজো চোখে ভাসে সে মহূর্ত,
মনোহরনী তোমার চাহনি।
বৃষ্টি ভেজা এক সকাল,
হাতে এক কাপ চা আর ছিলে তুমি।