তোমায় বোধহয় বাসি ভালো,
আবার মনে হয় এ সবই ভুল।
এ কেমন মরীচিকার জীবন,
ভেবে পাইনি কোনো কূল।
হঠাৎ মনে হয় তুমি ছাড়া আমি নেই,
তোমার জন্য আমার আবির্ভাব।
পরক্ষণেই মনে হয় আবার,
এসব বুঝি মিথ্যা অনুভব।
কখনো তোমার মায়া জাগে,
হৃদয়ে করে ভর।
কখনো তুমি খুব আপন আমার,
ক্ষণিকেই আবার পর।
বুঝি না এ অনুভূতির বিভ্রম,
এ কি মস্তিষ্কের কোনো খেল!
যতবার তোমায় দূরে ঠেলেছি,
হৃদয় হয়েছে ঘায়েল।
পারছি না ধরতে না পারছি ছাড়তে,
এ কেমন প্রণয় নেই জানা।
হয়তো বাসি ভালো নয়তো না,
বুঝি না এ কেমন দোটানা?