সে হেটে চলছে নিজেকে লুকিয়ে,
কঠিন বাস্তবতার পথে।
কাঁধে অসীম দায়িত্ব,
সে ভাসছে স্রোতের বিপরীতে।

তার হাসি নেই মুখে,
তার কপালে বিধাতা লিখেছে অভাব।
সে করুন সুরে প্রভু কে ডাকে,
প্রভু দেয়না তার জবাব।

ব্যর্থতার পায়ে পিষে,
সে ভেঙ্গে যায় রোজ।
পারে না সে সইতে আর,
এই বেহাল জীবনের বোঝ।

আঁধার ঠেলে আলো খোঁজে,
আলো হয় আরো কালো।
কাঁদো চোখে বলে সে,
এর থেকে মরণো তো অনেক ভালো।

ছায়াতে দাঁড়াবার নেই সুযোগ,
বদনে মেখে রৌদ্র,
পুড়ছে রোজ জীবন আয়ু,
সে এক হত দরিদ্র।