ধর্ষিতা বোনটি আঁধারে আজ,
আনন্দে ঘুরছে ধর্ষক।
জনগণে দেখছে তামাশা সবের,
এরা নিশ্চুপ নিষ্ঠুর দর্শক।

ওহে জাতি নীরব কেন,
গলায় নেই কেন আওয়াজ।
আজ এ অন্যায় না দমাইলে,
তোমাদের বোনেরাও হারাবে লাজ।

দেহ লোভী হায়নার দলেরা,
ছাড়ছে না নিষ্পাপ শিশু।
মানুষের মতো দেখতে যদিও,
হিংস্রতায় তারা সবে পশু।

ভুল এ দেশের আইন কানুন,
যদি হতো মৃত্যু দন্ড ধর্ষকের শাস্তি।
তবে হয়তো কমতো ধর্ষণ,
মা বোনেরা পেতো স্বস্তি।  

তুলো, তুলো আওয়াজ সবে আজ,
ধর্ষণের বদলা হোক মরণ,
তবেই কাঁপিবে ধর্ষকের চরণ,
নয়তো থামিবে না নিষ্ঠুর এ ধর্ষণ।