কাল এর নৌকা বইয়া চলিছে,
কে জানে কী হইবে কাল?
নদীর স্রোতে ডুবি ডুবি নৌকা,
কে সাম্‌লাইবে এ নৌকার হাল?

কাছেই বুঝি সমুদ্র ঝড়!
সামলাইতে পারবে কী এ মাঝি?
নাবিক দের জীবন নিভু নিভু,
হারছে বুঝি তারা জীবনের বাজি।

ইঞ্জিন খানা দম ফুরাইবার পথে,
তেল ভরেছে তবে হয়নি মেরামত।
হইলে বন্ধ ইঞ্জিন খানা,
নৌকায় নামিবে মউত।

কে লইবে তাদের হিসেব?
বড্ড পাজি এ বিচারের কাজি।
নৌকা ডুবিবে নাবিক মরিবে,
পালাইবে নৌকার মাঝি।

নৌকার মতো হাল এ দেশের,
নাবিকেরা সব জনগণ।
দেশ যাচ্ছে দেউলিয়ার  পথে,
খাটাশরা করেছে এর আয়োজন।