লাশের গন্ধ নাকে আসে,
রক্তে রাঙা নগর।
হায়েনা শকুন মারছে মানুষ,
ছাপছে কত খবর।
এ কি হাল এ শহরের,
হচ্ছে ছিনতাই, হত্যা, ধর্ষণ।
এ কোন অলক্ষুণে মেঘেরা আজ,
করছে রক্তের বর্ষণ।
চুপ কেন হে শাসক তোমরা,
শক্ত করো শাসন।
যদি নাহি পারো করতে সমাধান,
ছাড়ো তোমার আসন।
শাসক হোক যে বা সে,
থাকতে হবে তার নিষ্ঠা।
দেশের ভিতর করতে হবে,
ইসলামীক আইনের প্রতিষ্ঠা।
ভেবোনা আবার দল দের নিয়ে,
করছি পক্ষ পাতিত্য।
আমি বলছি সেসব কথাদের,
দেশের জন্য যা গুরুত্ব।