সেদিন বিকেলে এক উদ্যানে,
বসে-বসে দেখেছি কত প্রণয়।
গল্পে মুগ্ধ প্রেম জুটিরা,
আমি বসে একা, এক কোনায়।

সরবরের ধারে ঘাসে বসে,
বৃক্ষে দিয়ে হেলান।
বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে,
শুনছিলাম পাখির গান।

হেটে হেটে আজ বড্ড ক্লান্ত,
সূর্য টাও বুঝি আমারই দলে।
শ্রান্ত গোধূলির পরশ মেলে,
যাচ্ছে পশ্চিমার কোলে।

হঠাৎ মনে হলো সূর্য বললো!
“তুমিও কী একলা বিষন্ন?
আমার মতো জ্বলে জ্বলে,
হারিয়েছ নিজের ছন্ন?”

দীর্ঘ এক শ্বাস ছেড়ে, বললাম তারে,
“হুম আমি সেই ছন্ন ছাড়া।
তোমার মতোই একলা ভীষণ,
নিজে তে গুছিয়েছি কত পীড়া।”

কথোপকথন শেষে, সন্ধ্যার বেশে,
সূর্যও জানালো বিদায়।
দুচোখে ছুঁয়ে ঝাপসা আঁধার,
আমিও ডুবলাম, নতুন ভোরের আশায়।