শয়তানের পূজারী কাফেরেরা,
মসজিদে করছে আঘাত।
তবুও চুপ কেন মুসলিম জাতি,
দেখে ফিলিস্তিনিদের রক্তপাত ।
রক্তাক্ত দেহটি পরে আছে শিশুর,
দুরে মায়ের আধখানা হাত।
এসব দেখেও যদি থাকো চুপ হে মুসলিম,
তবে কিভাবে অন্যায় যাবে নিপাত।
মুসলিম মোরা নই কাফের কাপুরুষ,
সয়তান দের করি চল বরবাদ।
শান্তির ধর্ম ইসলাম মোদের,
তবে অন্যায়ের বিরুদ্ধে করি জিহাদ।
জাগো জাগো মুসলিম ভাই,
আমরা মুহাম্মদ এর উম্মত।
চল সবে চল অনুসরণ করি,
রসুল (সাঃ) এর দেখানো পথ।