তারা এলো,তৎপর গেলো,
পথ পেরোলো সময় দিলো পারি।
রইলো না সাথে তারা বা সে,
গেলো একলা ছাড়ি।

আইলো তারা চাইলো সমাধান,
দু'হাতে নিয়ে নিদান।
নিদান শেষে করলো প্রস্থান,
ভুলিলো আমার অবদান।

নিজেরে ভাঙ্গিলাম তাদের তরে,
গলায়ে দিলাম মনের আকার।
আসলে ওটা মন ছিলো না,
তাদের কাছে আমি 'দরকার'।

পথ চলিতে আসিলো কত সাথী,
বন্ধু আপন কত স্বজন।
পথে পথে পৃথক হইলো,
পরিশেষে থাকিলোনা কোনো জন।

ভাসাইলো ডুবাইলো দিলোনা থাও,
জনশ্রোতের ভয়াবহ ঢেউ।
বুঝলো না চিনলো না সে বা তারা,
আমার ছিলো না তুমি বা ছিলো না কেউ।