তোমরা মানুষ পেলে ফানুস হও,
তাকাও না আর ফিরে।
চলে যাও অনুভূতি নিয়ে,
হৃদয় খান মোর চিঁড়ে।
সামান্য সময়ে আসো এ পানে,
সংলাপ লিখো মেলা প্রহর।
সময় গড়ালে আপন পেলে,
ছাড়ো আমার শহর।
তোমাদের কি ভাবনায় আসে না কভু,
আমারও আছে মন।
দুদিনের এ মিছা সন্ধিক্ষণে,
ভেবেছি কত আপন।
সইতে পারো না একাকীত্ব,
তাই মিছে মিছি দাও গুরুত্ব।
তৎপর পেলে অন্য সন্ধি,
চুপচাপ বাড়াও দূরত্ব।
তোমরা পাবে এ অনুভূতির সাধ,
প্রিয় মন থেকে হবে যখন বিতাড়িত,
বুঝতে পারবে ভুল তোমাদেরও,
যেদিন এভাবে হবে প্রতারিত।