আমি একা দাঁড়িয়ে ছাদে,
পড়ছে টিপ টিপ বৃষ্টি।
শীতল হাওয়ায় পরশ এসে,
করছে অজানা অনুভূতির সৃষ্টি।
সাদা মেঘেরা ছুটছে জোরে,
হাওয়া বইছে ভীষণ।
এ কেমন মুগ্ধ সময়,
হৃদয়ে করছে আসন।
এলো মেলো চুলের মাঝে,
বাতাসে বিলি কাটে।
আমি বোধহয় ভাসছি আজ,
মুগ্ধতার কোনো শ্রোতে।
বৃক্ষ গুলির নাচন দেখে,
মুগ্ধ আমার নয়ন।
তারাদের মত উঁকি দিচ্ছে,
সোডিয়াম বাতির নিয়ন।
বৃষ্টির জমাট বাঁধা জলে,
ভাসছে প্রতিচ্ছবি।
মাথা গুছায় কত ছন্দ,
যেন বৃষ্টি সাঁঝের কবি।
চোখ বুজে শুনছি আমি,
হাওয়া সুরের গান।
প্রকৃতি যেন মেরেছে আমায়,
মুগ্ধ অনুভূতির বান।