পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক,
স্বার্থ ছাড়া একটি বন্ধুত্ব।
যার কাছে তুমি শ্রেষ্ঠ,
যে নিজের থেকেও দেয় বেশি গুরুত্ব।

সবাই বুঝলে ভুল,
সে একা করে বিশ্বাস।
পাশে থেকে দিয়ে যায়,
ভরসার আশ্বাস।

বন্ধু তো সেই যে দুর্দিনের সাথী
বিপদে বাড়ায় না দূরত্ব।
যে থাকলে জীবনে আসেনা দুর্ভোগ,
কষ্ট আর একাকীত্ব।

বন্ধু সেই যে পূরণ করে,
অপূর্ণ সব আশা।
কখনো হয়না ফিকে,  
বন্ধুত্বের ভালোবাসা।

বন্ধু তো সে যে জানে সব গুপ্ত কথা,
যার সহিত থাকে না কিছু গোপন।
যে রক্তের না হয়েও,
হয় আত্নার আপন।

বন্ধু সে যে দেখেনা রং, ঢং,
বিচার করে না জাত পাত।
বন্ধু সে যে ভুলে না বন্ধুত্ব,
কখনো ছাড়ে না বন্ধুর হাত।