বিচ্ছেদের করুন খামে,
চিঠি হারায় অন্য নামে।
কারবা চিঠি কারবা কাছে,
বিষন্নতা আঁকড়ে বাঁচে।

কল্পনায় জমানো স্বপ্ন,
রয়ে যায় অপূর্ণ।
বাস্তবতায় উল্টো সব,
সবটা জুড়ে শূন্য।

কারবা নামে শিরোনাম,
গল্প টাই বা কার।
শুরু হয় কার বা হাতে,
আর কে লিখে উপসংহার।

কি চায় কি পায়,
তা কি পাওয়ার ছিলো কামনা।
পেতে গিয়েও হারিয়ে যায়,
এ বড্ড করুন বাস্তবের নমুনা।