খুব একাকীত্বে, আমি ভাবি,
বদলায় কী এই সময়ের ক্ষণ,
নাকি বদলে যাই আমরা,
কার বদলে হয় জীবনের এত পরিবর্তন?
সেই স্কুলের প্রথম দিন,
আহা ছিল কত রঙ্গিন,
নতুন নতুন বন্ধু, খেলার সাথী,
কত শত গল্পের স্মৃতি।
দিন বদলায়, বয়স টাও আগায়,
প্রাথমিক স্কুল জীবন, জানায় বিদায়,
তার পর আসে আর এক শ্রাবণ,
শুরু তখন হাইস্কুল জীবন।
কিছু পুরনো, কিছু নতুন মিলে,
তৈরি হয় একদল বন্ধুত্ব।
কত ঝগড়া, আড্ডা, ভালোবাসা,
সে সময় জীবনে আসে নতুন ত্ব।
সময় বাড়ে, বাড়ে বয়স,
হয় শেষ, স্কুল জীবনের রেশ।
এর পর সময় কলেজে পা বাড়াবার।
শুরু সে পথের, নিজেকে বদলাবার।
এভাবে চলে জীবনের ট্রেন,
শেষে থামে গন্তব্যের স্টেশনে।
তখন শুরু জীবন গড়ার পরিশ্রম,
আর থাকে না বন্ধু, অনুভূতি সে ক্ষনে।
সময় গুলো বন্দি হয় স্মৃতি পাতায়,
মনে পরে একাকীত্ব বিষন্নতায়।
তখন মনে একটা প্রশ্ন বেজে যায়,
কেন বদলাই আমরা, কেন বদলায় সময়?
(ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না)