আমার একলা আকাশ কালো মেঘ,
শূন্য সরোবর।
ঢাক ডাকিয়ে বৃষ্টি নামে আজ,
ভিজলো পাখির ঘর।
আমার ভুঁড়ি ভুঁড়ি জোৎস্না, একলা তারা গোণা,
জোনাকির আলোর বান।
আমার স্মৃতিচারণে, একলা জাগরণে,
সুরহীন কিছু গান।
আমার ভোর গুলো কেমন, নীলতে বরন,
বিষাদের মত রং।
আমার ঘুমহীন চোখ, শূন্য মস্তিষ্ক,
শরীরে ধরা জং।
আমার ভয় হয় আলোয়, আঁধার ভালো,
কোলাহলে খুঁজি কথা।
আমার অপ্রকাশিত রয়, অনুভূতি দ্বয়,
নেইকো কোনো শ্রোতা।
আমি খুবি তুচ্ছ, কালো মেঘের গুচ্ছ,
অভিমানে ঝড়ে যাই ।
আমার বর্ষণে সবে, ভিজেছে তবে,
আমার মূল্য না পাই।
আমি শহরে ছিলাম, হয়েছি নিলাম,
ডেকে নিয়েছে ব্যার্থদল।
শহুরে ভিড়ে, সুখ আসেনি ফিরে,
জীবন আজ বিষন্নতার কল।