ঝরেছে রক্ত, লড়েছে তবু,
থামেনি যে মুক্তির পণ।
মায়ের মুখের ভাষার তরে,
দিয়েছিলো নিজেদের জীবন।
লোহার আঘাতে ঘায়েল দেহ,
এই বুঝি প্রাণ যাই যাই।
তবু মুখে শ্লোগান ছিলো,
একটি স্বাধীন রাষ্ট্র চাই।
কত বোন হারিয়েছে ইজ্জত,
মা পেয়েছে সন্তান হারাবার ক্ষত।
খিদে,তৃষ্ণায় গিলেছে মাটি,
তবুও করেনি মাথা নত।
ঘর পুড়ছে, দেহ জ্বলছে,
তবুও কমেনি দেশের টান।
নয়টি মাস রক্ত ঝরেছে,
৩০ লক্ষ মানুষ দিয়েছে প্রাণ।
হৃদয়ে ছিলো দেশ ভক্তি,
বুকে ছিলোনা ভয়।
অদম্য সে জাতির উপহার,
আজকের আমাদের বিজয়।