জন্ম তার কোনবা লগ্নে,
নিয়ে মন্দ ললাট।
কে বা জানতো বিধি লিখেছিলো,
তার কপালে এমন পাঠ।

অসম্পূর্ণ দেহ তাহার,
মানুষ কইতো অপয়া।
দিনক্ষণ নাকি যায় খারাপ,
দেখিলে তার ছায়া।

কেউ দিলোনা দাম তাহারে,
দেখিলো তুচ্ছ করে।
বাপ মা তার পরিবার স্বজন,
সবাই দিলো ছেড়ে।

তার ছিলো কত স্বপ্ন আশা,
কিন্তু আজ সে করুন নিয়তির শিকার।
তা বুঝলো না কোনো জনেই,
উল্টো করলো আরও তিরস্কার।

কাঁদিয়া কয় প্রভুর দরবারে,
"এ কেমন তোমার নিষ্ঠুর খেলা,
যদি মানুষ হয়েও নইকো মানুষ,
তবে কেন বানালে বৃহন্নলা? "