ছেড়ে যাচ্ছি মায়ার নগর,
পিছে ফেলে পিছুটান।
বিরতির পরিশেষে, ব্যস্ত বেশে,
সব ছাড়িয়া কর্ম অভিযান।
প্রিয়তমার মুখটি লেগে আছে নয়নে,
স্বাদমিটেনি এ মিলনে।
দূরত্ব বাড়িলো, সাথে বিষাদও,
প্রকাশ করিবো কোন শব্দ চয়নে।
নিজ নগরে অতিথি হয়ে আসি,
নিয়ে কত সাধ কত হাসি।
পরিশেষে আবার বিদায় নেই,
চোখ ভরা জলে ভাসি।
মন চায় না যেতে ছেড়ে,
কঠিন এ জীবনের লড়াই।
যন্ত্রের শহরে যন্ত্রণাতে,
টেনে হিচরে নিজেকে ভিড়াই।
যাচ্ছি আমি তোমাদের ছেড়ে,
ভালো থাকো সব প্রিয়জন।
হয়তো হবে আবারও দেখা,
ইনশাআল্লাহ আসিবে সে ক্ষণ।