এ কেমন তার করুন অভিমান,
আমারে শোনায় বিচ্ছেদের গান।
আমি বুঝাইতে বুঝাইতে হইছি ম্লান,
তবুও সে করলো না আর আহ্বান।
আমি আর নেই তার নীলিমায়,
উড়ে তার আকাশে কারবা শঙ্খ চিল।
পুরছি যেন কত অনন্ত কাল,
দগ্ধ হৃদয় হয়েছে ফসিল।
একাকীত্বের রং ছেঁয়েছে,
অজস্র জনতায়ও, নির্জনতা বসে জেঁকে।
তাহার কথার শ্রোতা অনেক,
আমার বিষন্নতা বুঝাই কাকে?
হঠাৎ কেন মন পাল্টিলো!
হইলো কেন যে বদল?
হঠাৎ অভিযোগে নিলো প্রস্থান,
দিয়ে বাহানার তুচ্ছ এক ছল।
হয়তো সে বাসেনি ভালো,
অনুভূতিতে ছিলো খাদ।
তবে হৃদয় ভাঙ্গিয়া করেনি সে ঠিক,
সেও পাইবে এমন বিষাদের স্বাদ।