আর সয় না চোখ,  দেখে এ রক্তপাত,
কত নিষ্পাপ হবে আরো খুন,
তবে কী হলো পুনর্জন্ম,
বাংলার বুকে এলো আবারো সে শকুন।

রক্তে লাল রাজপথের গালিচা,
বাদ পরেনি ছোট শিশুও,
নির্দ্ধিধায় মারছে মানুষ,
নিরহদের রক্ত খাবে বলো আর কত?

বারুদের গন্ধ চারপাশে,
সন্তান হারিয়ে মা করছে চিৎকার,
রক্ত চোষারা থামছে না তবুও,
নেশা চোখে দাবাচ্ছে ট্রিগার।

মোরা তো ছাত্র, নয় দেশের দুষমন,
চেয়েছি শুধু, বৈষম্য থেকে একটু মুক্তি,
আর তাঁরা দিচ্ছে মৃত্যু দন্ড
কেন মারছে? আছে কী কোনো যুক্তি?

স্বৈরাচারি খেলছে এ খেল,
প্রতিপক্ষের মুখ বেঁধে পাচ্ছে জয়,
যেন সে বাঁচবে চিরকাল,
নেই যে তার মৃত্যু ভয়।

দেখিনি পাক হানাদার,
দেখিনি ৫২ এর আন্দোলন,
২৪ শে এসে দেখছি আজ,
নির্মম ৫২ এর প্রতিফলন।

তবে এবার নিজেরাই করছে,
নিজের ভাষার মানুষ খুন,
বাংলার জমিনে ঘুরছে হায়নারা,
আর আকাশে উরছে শকুন।