সবুজের সমারোহ এখানে,
শস্যে ভরা মাঠ।
সবুজের বুকে উঠে লাল রবি,
এখানে আছে স্নিগ্ধ প্রভাত।

গাছে গাছে কত ফল,
পাখির কন্ঠে বাজে সুর।
কত ফুলের সুবাস ছড়ায়,
এ জমিন ভালোবাসার অঙ্কুর।

নদী ভরা মাছ,
ইলিশ এর জন্ম ভূমি।
এমন সুন্দর সরল দেশ,
খুঁজলেও পাইবানা তুমি।

এ দেশ শেখায় ভালোবাসা,
মা যেমন দেয় মমতা।
এ দেশের লাল অতিত,
শেখায় মোদের একতা।

সহস্র লক্ষ রক্তের বদলে,
অর্জিত এ আমাদের দেশ।
এ দেশ মোদের অহংকার,
বীর যোদ্ধার এ বাংলাদেশ।