আমি তোমার পুরো দিন চাইনা,
তোমার স্নিগ্ধ বার্তায় শুরু হোক আমার প্রভাত,
এরপর দিনভর ব্যাস্ততা ডিঙ্গিয়ে,
মুখরিত একটুখানি রাত।
আমি পারবো না দিতে, চাঁদ তারা,
মূল্যবান উপহার দেওয়ার নেইকো সাধ্য,
তোমাকে উৎসর্গ করবো আমার কবিতা,
তোমার নামে লিখবো কাব্য।
হয়তো খুবই মন্দ দেখতে,
নই সুদর্শন মুখশ্রীর অধিকারী,
তবুও যদি বাসো ভালো মোরে,
তোমার জন্য দুনিয়া দিবো ছাড়ি।
আমি বড্ড নিরশ মানুষ,
জানি না রসিকতা বা গান।
তবে যদি হওকো কভু রাগ,
ছন্দে ছন্দে ভাঙ্গাবো অভিমান।
অবসরে যাবো ঘুরতে দুজনে,
কোন নদীর তীরে।
হাতে রেখে হাত হাঁটবো পথ,
বৃক্ষ সারির ভিড়ে।
বিষন্নতা ছুঁতে দিবো না তোমায়,
জীবনকে সাঁজাবো যেন একটুকরো স্বর্গ।
তুমি একটু বেসো ভালো আমায়,
তোমাকে করবো সহস্র অনুভূতি উৎসর্গ।