আর কত টুকু পথ পেরোলে বলো,
পাবো তোমার দেখা?
আর কত দিন রাখবে বলো,
নিঃসঙ্গ এই একা?
আর কত গল্প লিখবো আমি?
তোমার অপেক্ষায়।
আর কত সাজাবো তোমায়?
আমার কল্পনায়।
আর কত ঘড়ি বদলাবো বলো?
কাটা ভেঙ্গে যায়।
আর কত মুখ ফেরাবো বলো?
তোমার মুখের মায়ায়।
আর কত কাল প্রিয়,
এভাবে তরপাবে আমায়।
আর কত কোটি যুগ,
পরে দেখবো তোমায়।
আর সহে নারে,
এ একলা নির্বাসন।
আর একবার আসো রোদ হয়ে,
থামাও এ অশ্রুর বর্ষণ।