এক আমি আর এ শহর,
জেগে আছি ঘুম হীন রাত হয়ে।
চারিপাশে নিস্তব্ধতা,
স্মৃতিরা বাঁচে ঘুম খেয়ে।
চাঁদ টাও মেঘের কোলে শুয়ে,
আফসোস জমে বুকে,
আলো নেই এ শহরে,
আঁধারে পুড়ছি ধুকে ধুকে।
নেই খুশি আজ এ শহরে,
মনহীনতায় জনতা।
সুুখ পরে আছে ছড়িয়ে ছিটিয়ে,
তবে সবে দুঃখের ক্রেতা।
আমি জেগে জেগে গল্প শুনি,
ঝিঁঝিঁ পোঁকার বেসুরো গান।
জোনাকির হাট বসেছে,
আমায় করছে আহ্বান।
ঘুম খেয়ে নীরবে সবাই,
নেই কারো কণ্ঠের সোর।
জেগে আছি যুগ ধরে,
আমি আর এ একলা শহর।