আমি নিজেরে খুঁজেছি খুব করে,
তোমাদের যান্ত্রিক শহরে।
তোমাদের সহস্র অবহেলা,
আর অপমান অগ্রাহ্য এর পরে।।

খুঁজেছি উত্তর সে প্রশ্নের,
আমি নামের কী অর্থ?
খুঁজে খুঁজে বেহাল দশা,
তবুও আমি ব্যর্থ।

মোহনার মতো বিশাল নাকি!
আমি কি পুষ্পের ন্যায় সুন্দর?
নাকি দেখতে কদাকার ছত্রাক,
হয়তো মরুর তেপান্তর।

স্বজনেরা যখন দূরে ঠেলতো,
বন্ধুও করতো অপমান,
নিজেরে করতাম নিস্তব্ধত একা,
খুঁজিতাম আমার কি নাম।

কে আমি, কে এই আমি?
উত্তর খুঁজেছে কত মহারথী।
তবুও তার উত্তর আসেনি,
হয়েছে নিছক সময়ের ক্ষতি।

আমরা সবাই জানতে অজান্তে,
নিজেরে খুঁজে যাই।
আমি কে ভাবি কত মহাকাল,
তবুও উত্তর যে না পাই।