তারপর -
আমি হারানোর পর,
কোনো ভাবে কোনো ক্ষণে,
কোনো পৃষ্ঠায়,
লিখবে কি আমার নামে কোনো উক্তি?

কোনো ভক্ত,  করবে স্মরণ,
আমার কবিতার।
আমার বলা কথার,
হবে কি তখনও ভক্তি?


আমি যখন শূন্যের সাথী,
দেহ যখন পচে মাটি,
তখন আমার লেখায়,
কোনো বেলায়,
কেউ কি খুঁজবে আমার কাহিনী?

বহু যুগ বাদে,
ধুলো মাখা বই এর খাদে,
কেউ পেলে আমার কবিতা,
হৃদয়ে ছড়ালে বিষনণ্ণতা,
তখন তার নয়নে থাকবে কি আমার নামের পানি?

আমি না থাকা দিনে,
অচেনা কোনো অচিনে,
কেউ করবে কি অনুভব,
আমার অনুভূতির সরোবর?

হঠাৎ কোনো এক নিশিতে,
বা অবসর একাকীত্বে,
মুগ্ধ মনে বলবে কি কেউ?
"কবি ছিলো বিষণ্ণতার কারিগর"