আমি নই কাঠগোলাপ,
আমি তো ঘাসফুল।
আমাকে চাওয়া বোকামি,
নিছক রুচির ভুল।
আমি সেই অক্ষর,
যাতে লিখে বেমানান শব্দ।
আমি সেই বিশ্রী গান,
যার সুরে সবে জব্দ।
আমি নই সুন্দর গোধূলি,
বা নই স্নিগ্ধ উষা।
আমি তো কালো অমাবস্যা রাত,
যাতে আছে বিদঘুটে তমসা।
আমি সেই বন্ধ ঘর,
কিছু অন্ধকার আর প্রশান্তি।
আমি নিষ্ফল গল্প,
ভাঙ্গা হৃদয়ের ক্লান্তি।
আমি বহুদিনের জমানো,
নীল অশ্রু জল।
আমি ফুরে যাওয়া অনুভূতি,
বিচ্ছেদ হওয়ার ছল।
আমি মস্তিষ্কের কোষে স্মৃতি,
হাহাকারি শূন্যতা ছন্ন।
আমি তোমাদের মাঝে একা,
নির্বাক নিশ্চুপ বিষন্ন।