আমি ভালবাসবো,
নীল গভীর সে সমুদ্দুর এর মত।
এ অনুভূতির লেনা দেনা,
চলবে আজীবন অবিরত।

শুধু শূন্য আমিকে নিও মেনে,
নিঃস্ব এ হাতে দিও তোমার পরশ।
গুছিয়ে নিও তোমার মত,
নীরস হৃদয়কে করিও সরস।

তুমি শিখিও আমাকে,
এ প্রণয়ের সংজ্ঞা,
তুমি দিও আমাকে,
না ছাড়িবার প্রতিজ্ঞা।

অনুভূতি শূন্য হৃদয়ে আমার,
ফুটাইও অনুভূতির ফুল।
এরপর চেয়ো প্রণয়,
সব চাওয়া দের করিও উশুল।

ছন্ন ছাড়া আমিকে বেঁধো মায়াতে,
শিখিও ভালোবাসা।
নিজেকে উৎসর্গ করবো তোমার নামে,
পূরণ করিবো সকল আশা।