তুমি আমাকে চেয়ো, গোধূলি বিকেলে,
যখন হৃদয়ে বিষন্নতা ডাকে।
আমি আসবো তোমার কাছে,
শত ব্যাস্ততার ফাঁকে।
যখন নিরিবিলি সময়ে,
আঁধার ছড়াবে একা ওই রাতে।
তুমি ডেকো আমায় আলতো করে,
আমি আসিবো ছুটে।
তারপর নিস্তব্ধত দুপুরে,
কথা জমে, হৃদয়ে ভরবে ব্যাথা।
ডেকো আমাকে একটু ইশারায়,
শুনবো তোমার কথা।
আবার যখন বৃষ্টির সকালে,
তোমার মনে আসবে অনুভুতির আভাস।
আমাকেও ডেকো সংগোপনে,
চা এর কাপে চুমুক এঁকে, করবো বৃষ্টি বিলাশ।
একটু ডেকো আমাকে তুমি,
যখন খুব নিরশ সাঁঝেরবেলা।
আমি এসে নিয়ে যাবো তোমায়,
যেখানে জোনাকিদের মেলা।
তুমি ডেকো আমায় তোমার সময়ে,
আমায় চেয়ো একলা অবসরে।
যদিও আসে প্রলয় ঝড়,
তবুও যাবো ছুটে, তোমার শহরে।