নিজ সাধনে পোহাইলো রাত আমার।
বিচ্ছেদ ভাবিবার সময় কই?
প্রেম  তাতো নয় আমার বিষয়,
আমি বিষন্নতা জরিয়ে একা রই।

আমার নগরে আলো আসেনা,
আমি আঁধারে হই সামিল।
নিস্তব্ধতায় কথা খুঁজে যাই,
একাকীত্বর সাথে বড্ড মিল।

ভিড়ের মাঝে কত কলরব তাদের,
হৃদয়ে মিথ্যা অনুভূতি রাখে বন্দী।
আমি করি উপেক্ষা তাহাদের,
একাকীত্বের সাথে আমার সন্ধি।

তাকিয়ে দেখি কত মুখোশের মুখ,
এক হাত, কত যে হাতে।
প্রণয়কে করছে অবমাননা,
আজ এর বা কাল ওর সাথে।

নেই আমি তাদের জলসায়,
না তাদের কোনো রংমহলে।
নিস্তব্ধতায় প্রশান্তি খুঁজি,
আমি ভিড়েছি একাকীত্বের দলে।