হঠাৎ আঁধার নিশিতে,
বৃষ্টি এসে ডাকে জানালায়।
মুগ্ধ কত অনুভুতি গুছায়,
আমার হৃদয় আনালায়।
অতিত গুলো আসে অতিথি হয়ে,
মহূর্ত গুলো থামিয়ে দিয়েছে, আলোক চিত্র।
জীবন এখন শূন্যতায়,
বিলিন কত স্বজন, কত যে মিত্র।
পরিশেষে হই নির্ঘুম প্রহরী,
যে সব হারিয়ে নিঃশ্ব।
বাবা, সুখি পরিবার, বন্ধু দল,
হারিয়েছি প্রেয়সীর স্পর্শ।
তবুও কল্পনায় যাই ছুঁতে তাহাদের,
তৎপর বজ্রনাদ ভাঙ্গে কল্পনা।
এ যে জীবনের কঠিন বাস্তবতা,
গল্পের মতই তবে গল্প না।
যেমন মায়ের কোলে ফিরে শিশু,
তেমন শহরে বৃষ্টি আসে ধেয়ে।
নানান অনুভূতি ঘিরেছে আমায়,
চোখে ঘুমস্বপ্নে গেছে ছেয়ে।
আহা কী বৃষ্টির সুরের গান,
শীতল আবেশে কত অনুভুতির সৃষ্টি।
থাক এ রাত জেগে থাক,
আর থাক এক জানালা বৃষ্টি।