হুম আমি দাঁড়িয়ে সেখানেই ;
যেখান থেকে ছেড়ে ছিলে হাত।
কেটেছে কত শত প্রহর ;
কেটে গেছে নির্ঘুম কত রাত।
আমি তবুও দাঁড়িয়ে,
কিসের অপেক্ষা এ ক্ষণে?
হয়তো আর একবার আঁখি দুটি,
দেখা করিতে চায় তোমার সনে।
দাঁড়িয়ে আছি আজো,
বলেছিলে “থেকো ভালো”
আমার হারিয়েছে সেদিন সব আলো,
আছে শূন্যতা আঁধার কালো।
আমি দাঁড়িয়ে আছি,
আমার বদলায়নি অবস্থান।
বদলেছো শুধু তুমি,
এখন তোমার হৃদয়ে নেই আমার স্থান।
হুম আছি দাঁড়িয়ে ;
আর থাকবো সমাপ্তি পর্যন্ত।
আর থাকবে অপূর্ণরা,
এভাবেই লিখবো অন্ত।