যেখানে শেষ সেখানেই শুরু,
নতুন কোনো ছন্দ কথা।
নিস্তব্ধ দুপুরে নির্জন হয় হৃদয়,
বাড়ে অসয্য স্মৃতি ব্যাথা।

হারানো হয়েছে কত চেনা মুখ,
পেরিয়েছে কত কালের নক্ষত্র।
যুগ গড়িয়ে আজ রইলো  কথার স্মৃতি,
আর অস্পষ্ট কিছু মহূর্ত।

সময়ের কাছে ছিল খুবি ক্ষুদ্র দাবি,
প্রিয়শীর চুলের ঘ্রাণ, বা তার হাসি,
কিংবা তার কোলে মাথারেখে এক প্রহর ঘুম,
পূরণ হয়নি সে চাওয়া,  বরং হারিয়েছি সে শশী।

হঠাৎ তন্দ্রা হীন রাত্রিতে,
নোনা কালিতে লেখা হয় কত কাব্য।
তবে তা পড়ে না কেউ,
প্রখর হয় এ আবেগের জব্দ।

সময় জোরে, সময় ভাঙ্গে,
এ জীবন করে সময়ের দাসত্ব।
তবে জানে না সে নিজে এ কথা,
করে বৃথা চেষ্টা,  করতে সময়কে আয়ত্ত।

তবে করি অহেতুক আমরা,
সময়ের অপচয়।
করে সময়কে নষ্ট,
নিজেই হই ক্ষয়।