আমাকে খোঁজো-
নিভে যাওয়া প্রদীপের আড়ালে।
দেখো আমাকে -
ফুরিয়ে যাওয়া গোধূলি বিকেলে।
আমি সেই তমসা,
যার নাম কালো।
আমাকে দেয়নি দেয় নিতো কেউ,
একটু খানি আলো।
কেউ ডেকেছে কালো রাত বলে,
কেউবা অমাবস্যা।
আমাকে পোহাবে বলে,
ঘুমিয়ে করে তপস্যা।
আমাকে পাবে সেখানে,
যেখানে নেই আলো।
আমি সেই আঁধার,
যাকে একাকীত্ব বাসে ভালো।
আমাকে পড়েনা পাঠক,
আমি অপ্রয়োজনীয় গল্পের সম্ভার।
অজস্র শূন্যতায় আমার নিবাস,
আমি এক আঁধার।