ওহে আবেগি -
বিষন্ন মুখ কেন তোমার,
মুখে নেই কেন হাসি?
অমাবস্যার আঁধার বদনে,
কই হারিয়েছ শশী?

কার ভাবনায় বেলা গড়াও,
কার স্মরণে কাঁদো?
কার আঁধারে আড়াল হও,
কারে এতো সাধো?

কে সে যে বোঝেনি তোমায়,
হৃদয়হীন নাকি অগ্য?
এমন অসীম অনুরাগের,
আদৌও কি সে যোগ্য?

ভেবে দেখে একটি কথা,
যে থাকার সে কি যায়?
যে গেলো তুচ্ছ বাহানায়,
সে কি থাকতে চায়?

নিজের অঙ্গে, হৃদয় ভেঙ্গে,
নিজেরে কইরো না ক্ষয়।
এ নয় মহৎ মায়া,
এ শুধুই আবেগের অপচয়।