এই মনে কি পরে সেই পুরনো ক্ষন,
যখন ছিলো না মোবাইল, টেলিফোন।
আমাদের কথা হতো অনুভূতির আদলে,
যত্নে লেখা চিঠি গুলোর হাত বদলে।
আবেগ ভালোবাসার পরশে লিখতাম চিঠি,
ঢেলে দিতাম তাতে, তোমায় নিয়ে কত অনুভূতি।
চকলেটের বিনিময়ে কিনতাম ক্ষুদে ডাকপিয়ন,
সেই করতো আমাদের চিঠি গুলোর বহন।
চলো আবারও হোক আমাদের লুকিয়ে দেখা,
নদীর ধারে দেখার জন্য, একটু অপেক্ষা।
রাত কালে জানালায় দাঁড়িয়ে লুকোচুরি কথা,
চলো না ফিরি ওই কালে, এই সময়ে সব বৃথা।
চলো আবারও ফিরাই সেই সকল ক্ষণ,
যখন ছিলো না এই মিথা ভালোবাসার প্রলোভন।
এই সময়ে সবার অনুভুতি মিথ্যা, বানোয়াট, ভুয়া,
সবাই ভালোবাসার নামে চায় দেহের ছোঁয়া।
চলো আবারও যাই সেই দিনের সেই সময়ে দারে,
যখন তোমার মুখে হাসি ফুটতো, চুড়ি ফিতার উপহারে।
চলো যাই সেই পুরোনো অতীত টাতে,
যখন এক পলক দেখার তরে অপেক্ষা হতো পথে, সেই প্রভাতে।
চলো ফিরিয়ে আনি সেই দিন গুলি,
যখন ছিলো না মিথ্যা স্বপ্নের বুলি।
চলো মিলে তুলি, ডাক বাক্সটার মরিচা,
আবারো লিখি খাঁটি অনুভূতির কিচ্ছা।
তুমি আবারও অপেক্ষা কইরো, দাঁড়িয়ে দরজায়,
আমি পাঠাবো চিঠি, তোমার ঠিকানায়।
(ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, ধন্যবাদ)