আবারও পেতে চাই সুন্দর এক ভোর,
যে ভোরে থাকে পাখির কোলাহল,
নেই রাস্তায় দাঁড়িয়ে বন্দুক হাতে দস্যু দল।
যে ভোর সুগন্ধ ছড়ায় ফুলের,
বাতাসে বাতাসে ভাসেনা গন্ধ বারুদের।
যে ভোরে স্নিগ্ধতা জানায় আহবান,
নেই চিৎকার, নেই মৃতের স্বজনের করুনা গান।

আবারও পেতে চাই একটা সুন্দর দিন,
যে দিনে মানুষ নির্দ্বিধায় হাটে পথ,
রাস্তায় বয় না রক্ত শ্রোত।
যে দিনে শিশু খেলে আকাশ নিচে,
অকাল ডাকে না কোনো মৃত্যু, বুলেটের কাছে।
জানালায় দাঁড়িয়ে দেখা যায় আকাশ,
কোনো লৌহ টুকরো কেড়ে নেয় না নিশ্বাস

আবারও ফিরে  পেতে চাই একটা বিকেল,
যে বিকেলে বন্ধুরা বসে আড্ডায় মাতে,
যে বিকেলে কোনো সাইদ হয় না শহিদ,  হানাদারদের হাতে
ক্লাস শেষে ছেলে ফিরে ঘরে,
না কোন ছেলে আন্দোলনে গুলি খেয়ে মরে।
আবারও পেতে চাই বিকেলের লাল গোধূলি,
দেখতে চাইনা পথে পরে থাকা রক্ত মাখা ধূলি।

আবারও ফিরে পেতে চাই একটা সুন্দর রাত,
যে রাত পেরিয়ে আসবে সুন্দর প্রভাত,
থাকবেনা কোনো হানাদার হায়নার ডাক।
যে রাতে চোখ বুঝলে আসবে না বিষাদ
কানে বাজবেনা ভাইদের আর্তনাদ।
আবারও ফিরে পেতে চাই সে সময়,
যখন থাকবে জীবনের নিরাপত্তা অধিকার , থাকবে না মৃত্যু ভয়।