ওহে দস্যু, নির্দয়াল,
বোন দের গায়ে হাত তুলিবার আগে,
আসেনিকো খেয়াল?
ঘরে তোমারো তো আছে মা বোন,
তাদের যদি হইতো এমন হাল?
কি করিয়া পারো তোমরা,
মানুষ হইয়াও মানুষকে করো আঘাত,
তোমাদের কী করুনা জাগে না,
দেখে মানুষের রক্তপাত?
কিসের তরে হও এমন,
জানোয়ারের ন্যায় হিংস্র,
তোমরাও কী সেই বাঙ্গালী,
নাকি পাক হানাদারের বংশ?
কিসের লোভে করছো এমন,
টাকার, পয়সার, নাকি শক্তির,
যার আদেশে করো এ কাজ,
সে কী মূল্য দিবে এ ভক্তির?
মুক্তি যোদ্ধারা যুদ্ধ করেছে,
তাদের দাও মাসিক ভাতা,
তার বিরুদ্ধে কি কেউ বলেছে কথা,
কিন্তু কেন তাদের কে দেয়া হচ্ছে এ বিশেষ কোটা?
শিক্ষা, চাকরি সব কিছুতেই,
চলছে কোটার প্রথা,
তবে সাধারণ জনগণের হক কই,
অচল কী তাদের প্রতিভা।
দেশ তোমাদের একার নহে,
দেশ আমাদের সবার,
তাইলে কেন অধিকার চাইলে,
বানাও আমাদের রাজাকার?
৭১ এর যুদ্ধের কারণ,
পাকিস্তান দিতো না সম অধিকার,
যুদ্ধ শেষে আবারও সেই পক্ষপাতিত্ব,
তবে এ স্বাধীনতার ছিলো কী দরকার?
মনে আছে বাংলার বায়ান্ন,
রক্তে ভেজা রাজ পথ, ২১ শের সে স্মৃতি,
পাক হানাদারদের সে নির্দয় কৃতি,
তবে এবার নয় পাক সেনা, এবার খুনি নিজ জাতি।