যায়নি বৃথা ভাইদের রক্ত,
সার্থক শহিদ সব, সাইদ, রাফি, মুগ্ধ।
বাংলার মানুষ পেয়েছে মুক্তি,
জিতেছি আবারও আরেক যুদ্ধ।

রক্তের বর্ষণে এনেছি আবারও,
আকাশে বুকে স্বর্ণ সূর্য।
চারপাশে জয়ের কলরব,
স্বার্থক মোদের ধৈর্য।

উৎসব এসেছে যেন বঙ্গবুকে,
ফিরেছে বঙ্গমায়ের প্রাণ।
কাপুরষ নয় বাংলার জাতি,
দিয়েছে আবারও তার প্রমাণ।

অন্যায়ের হয়েছে পতন,
বাংলায় এসেছে নতুন দিন।
জালিমের হাত ভেঙ্গেছি মোরা,
সৈরাচার তাড়িয়ে, হয়েছি স্বাধীন।

তবে সাবধান জাতি এবার,
রাখিতে হবে আমাদের খেয়াল,
গনতন্ত্র আনিতে হবে,
সঠিক হাতে দিতে হবে,  দেশের হাল।

ভুলবো না মোরা এ রক্তপাত,
ভুলবোনা শহিদদের হাহাকার।
সঠিক কর্তা বানাবো মোরা,
স্বাধীনতার যেন না হয় অপব্যবহার।

আমরা এ জাতি সৎ এর সাথী,
অন্যায় কে করেছি, করবো লয়।
জালিমের বুকে হানিব ছুরি,
এভাবেই আনিব জয়।