কংক্রিটের পাহাড়ে ঢেকেছে বৃক্ষ,
অব্যাক্ত এই শহরে জীবন কতটা তিক্ত।
মেঘ জমে ঝাঁকে ঝাঁকে হয় না বৃষ্টি,
চার দেয়ালেই সীমাবদ্ধ চোখের দৃষ্টি।
ধূলিকণা কালো ধোঁয়ায় পেট্রোলিয়ামের গন্ধ,
নিয়মিত নিয়মে চলছে শহরের ছন্দ।
তরিৎ নিয়নে উবেছে আঁধার,
কতকাল হয়না দেখা জোছনার বাহার।
কত ভোর হলো পার নিশ্চুপ পাখির ডাক,
ছুটছে সব সময় ভবিষ্যৎএর দুর্ভিপাক।
প্রিয়দের কন্ঠ ভাসে তারহীন যন্ত্রে,
ভাবনায় ভাগ্য বদলায় যদি যাদুমন্ত্রে।
চারদিকে কতশত জনগণের গুনজন,
আপনের বেলায় সব চুপ নিস্তব্ধ নির্জন।