নাহ 'করি নাহ অপেক্ষা আর,
জানি নেই তুমি দেউরির ওপার।
ক্লান্ত পাগুলি করেনা পায়চারি,
প্রতিক্ষা বাদ দিয়ে অপেক্ষার সাথে আঁড়ি।
ফিরবে নাহ তাই আমি তাকাই না দিগন্তে,
ডুবে থাকি একা আমি একাকিত্বের একান্তে।
জানি তো আসবে নাহ হায়,
তাই তালা বন্ধ দরজায়।
হাত ঘড়ি টাও আছে যত্নে,
আমিও আঁকি তোমায় আনমনে স্বপ্নে।
ঘুনে খেয়ে গেছে যদিও ইচ্ছেগুলোর বায়নায়,
তোমার ঝাপসা প্রতিবিম্ব আমার মনের আয়নায়।
আসবে নাহ তো ফিরে আর,
আমিও চুপি চুপি মেনে নিয়েছি হার,
তবে স্বাধ এখনো মায়াবী মুখটা দেখার।
তুমিও বুঝবে আমার অনুভূতি,
কতই নাহ দিয়েছি অপেক্ষার আহুতি।
বুঝবে তুমিও কতটা অবহেলা করেছো অযতন,
যেদিন অপেক্ষায় ভাঙ্গবে মন আমারি মতন।
❝ অপেক্ষা করি নাহ আর আমি আগেরি মতন❞