ময়লার কোলে পরে রয় নবজাতক,
যার থাকার কথা আজ মায়ের কোলে।
আসলে এ ফুল নিয়েছে জন্ম,
তাদের সাময়িক আরামের ভুলে।

এ যুগের কীটে কেটেছে ফসল,
সুশীল এ সমাজ গিয়েছে পচে।
মানব হৃদয়ে প্রেম নেই আজ,
অনুভূতি দিয়েছে ঘুচে।

প্রেম নিয়ে করে দেহের সওদা।
মন না কেউ চায়।
ক্ষুধার্ত হায়নারা প্রেমিক সেজে,
শিকার ধরে খায়।

ভদ্র ঘরের আধুনিক নারী,
দুদিন এর প্রণয়ে, সম্মান দেয় সঁপে।
পেটে নিয়ে ঘুরে জিনার ফলন,
মুখে সতীত্বের কালি লেপে।

পরিবার এদের করেনা শাসন,
অথচ সব শিক্ষিত সুশীল।
আধুনিক নিয়মে জরিয়ে পেঁচিয়ে,
সমাজ করছে আজ অশ্লীল।