অনুভূতির আবেশে ঢেকে,
মানবেরা আঁকে, কত রঙ্গিন খোয়াব।
আমি শুধু ভাবি তাদের নিয়েই,  
বলতে পারেন এটাই মোর স্বভাব।

এই যে প্রকৃতি খেলছে চুপি,
অনুভবের কত শত খেল।
একটু ভাবুন আর দেখুন,  
এই দুনিয়া আসলে অনুভূতির জেল।

সেই জেলেরই কইদি আপনি আমি,
আমাদের হয়েছে আমৃত্যু সাজা।
যে সাজার নেই শেষ,
আবার বড্ড দায়, এই সাজা বুঝা।

আমি এই জেলে আছি বহুকাল,
২২ নং সেলের সামান্য কয়েদি।
কত আসামি এলো গেলো,
আমি তাকিয়ে দেখি নির্বোধি।

কেউ করেছে এই শাস্তিকে শিকার,
নিজেকে করেছে আরও বন্দী।
কেউবা পারেনি মানতে এ জেল,
আটছে তাঁরা, পালাবার ফন্দি।

তবে আমিও হই ত্যাক্ত,
যখন কেউ করে অনুভূতির প্রহার।
তখন আমারও মন কয় আক্ষেপ,
কবে মুক্তি দিবে এ কারাগার।