এল আর একটি বছর
আর একটি নতুন বছর,
সময়ের ঘূর্ণি পাকে
এরাও যায় আসে।
নতুন বছরে নতুন আশা
ভরসার নতুন মুখ,
খুঁজে মানুষ চারিদিকে
সারা বছর বার মাস।
মহামারী বিশ্ব জুড়ে
দিশেহারা মানুষ জন
তার মাঝে নতুন বছর
অনেক খানি মানিয়ে নেওয়া।
মানিয়ে নিতে নিতে
আমরা অভিযোজিত হচ্ছি
সমাজ, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে
খাপ খাওয়াচ্ছি টিকে থাকার তরে।
আজ নতুন বছরে বুঝলাম,
গিরগিটি কেন রঙ বদ্লায়
তিমি কেন জলে
বাদুড় কেন ডানা মেলে
স্তন্যপায়ী হয়ে।
বেঁচে থাকার লড়াই আজ
এ লড়াইয়ে টিকতেই হবে
নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে
সমাজ, পরিবেশ ও প্রকৃতির বুকে।