চারিদিকে মৃত্যু মিছিল
সামাজিক ভাবে বেড়েছে দূরত্ব,
মানসিক দূরত্ব কমায় বন্ধু
মানুষ আজ অসহায়।
যদি বেঁচে যাই মহামারী শেষে,
যদি পাই নতুন ভোর,
কথা দিলাম তোমায় আমি
পাশে পাবে আবার।
সেরো ওঠো পৃথিবী
সারিয়ে তোল নিজেকে
শুধু ভয় টুকু রাখ মানুষের মনে
প্রাণ টুকু না কেড়ে।
এই মহামারী শেখাল আবার
পৃথিবী শুধু নয়তো আমার
আরো আছে অনেক জীব
তাদের ও আছে সম অধিকার।
এই দুর্দিন বোঝাল আবার
এত যে প্রয়োজন, এত ছোটা ছুটি
এই যে এত ব্যস্ততা
তার অর্ধেক টা ছিল প্রয়োজন,
বাকি টা শুধুই তামাশা।
দেখা হোক আবার শেষ রাতের ভোরে,
মহামারী শেষে শাপ মোচনে
মানুষের তরে মানুষ বাঁচুক
এই হোক অঙ্গীকার।